হালদা নদীতে আবারও মা মাছের মৃত্যু হয়েছে। আজ ২২ জুন, ২০২৫ হালদা নদীর উত্তর মাদার্শাস্থ রামদাশ হাট পয়েন্টে এই মা মাছ দুইটি মরে ভেসে উঠতে দেখা যায়। আনুমানিক সন্ধ্যা ৬ঃ৩০ নাগাদ মা মাছ দুইটি দেখতে পান রামদাশ হাট বাজার তীরবর্তী এলাকার মানুষজন।মাছ দুইটির আনুমানিক ওজন ১০-১২ কেজি বলে জানা গেছে। মা মাছ দুইটি বর্তমানে রামদাশ হাটস্থ অস্থায়ী নৌ-পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে পরবর্তী অনুসন্ধান তথা মৃত্যুর কারণ উদঘাটনের স্বার্থে
তবে এলাকাবাসীর বক্তব্য মতে, সম্প্রতি ঈদুল আজহাকে কেন্দ্র করে হালদা নদীতে পশুবর্জ্য নিক্ষেপের প্রেক্ষিতে নদীর পানি দূষণের কারণে মা মাছ দুটি মরে ভেসে উঠেছে। এই বিষয়ে হালদা তীরবর্তী এলাকার অধিবাসী জনাব খোরশেদ জানান, অতীতেও মা মাছ মরার ঘটনা ঘটেছে। তবে এবার মা মাছ ডিম ছাড়ার পরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এমনটা ঘটলো। হালদায় রেকর্ড পরিমাণ ডিম সংগ্রহের পরপরই এমন ঘটনা আসলেই দুঃখজনক। প্রশাসনের অবশ্যই জোরদার পদক্ষেপ নেওয়া উচিত এবং দূষণের ঘটনায় মামলা করা উচিত।
[caption id="attachment_1644" align="alignnone" width="225"]
মৃত মা মাছ -২[/caption]
উল্লেখ্য, কিছুদিন আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক হালদায় ঘটে যাওয়া দূষণকে কেন্দ্র করে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরূদ্ধে পরিবেশ আইনে মামলা করা হয়।
[caption id="attachment_1647" align="alignnone" width="225"] হালদা রিসার্চ ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া মা মাছ[/caption]
এ বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। সর্বশেষ খবর অনুযায়ী মা মাছগুলো উদ্ধার করে হালদা রিসার্চ ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে গুণগত পরীক্ষার জন্য।