নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের অঙ্কুরীঘোণা এলাকায় স্লুইসগেট নির্মাণ কাজে দীর্ঘদিন ধরে বাধা সৃষ্টি এবং প্রশাসনিক নীরবতার প্রতিবাদে গত শুক্রবার (২১ জুন) বিকেলে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ ও মানববন্ধন করেন।
স্লুইসগেট, ফাইল ছবি
‘মেখল-গড়দুয়ারা সচেতন নাগরিক পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ, কৃষক, শিক্ষার্থী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন। স্থানীয় প্রবীণ নেতা মাওলানা জাকারিয়া নোমান ফয়জি সভাপতিত্ব করেন। এছাড়া হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, মেখল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদুল আলম, সাংবাদিক খোরশেদ আলম শিমুল ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বক্তব্য দেন।
বক্তারা জানান, হালদা নদীর সংযোগস্থল চেংখালী খালের মুখে অবস্থিত স্লুইসগেটটি ২০২২ সালের জানুয়ারিতে ধসে পড়ে। পানি উন্নয়ন বোর্ড এর পুনঃনির্মাণের উদ্যোগ নিয়েছিল, তবে কিছু ব্যক্তিগত মামলার কারণে ১৪ মে থেকে কাজ বন্ধ রয়েছে। এর ফলে বর্ষায় হালদা নদীর জোয়ারের পানি বাধা ছাড়া প্রবাহিত হয়ে এলাকার ফসলি জমি, মাছের ঘের এবং বসতবাড়ি প্লাবিত হচ্ছে, যা জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে।
বক্তারা বলেন,
“স্লুইসগেট নির্মাণ শুধু একক কোনো ব্যক্তির নয়, এটি এলাকার হাজারো মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত কাজ শুরু করতে, না হলে কঠোর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি রয়েছে।”
মানববন্ধনে বক্তারা আগামী ২৯ জুনের মধ্যে কাজ শুরু না হলে ৩০ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন করার ঘোষণা দেন।
উল্লেখ্য, স্লুইসগেটটি গড়দুয়ারা ও রাউজান সংযোগ সড়কেরও গুরুত্বপূর্ণ অবকাঠামো। এর অবস্থা উন্নত হলে এলাকার যোগাযোগ ও কৃষি কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।