1. news@priyohalda.online : প্রিয় হালদা : প্রিয় হালদা
  2. info@www.priyohalda.online : প্রিয় হালদা :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

নদী নিয়ে সাহিত্য ; হালদা নদীর সাহিত্যিক অবস্থান।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
হালদা সিনেমার পোস্টার
  • বাংলা সাহিত্য ও সিনেমায় নদী: কর্ণফুলী থেকে হালদা, হাঙর নদী থেকে পদ্মা

    বাংলাদেশ নদীমাতৃক দেশ — এই কথাটি শুধু ভৌগোলিক তথ্য নয়, এটি আমাদের সাহিত্য, সংস্কৃতি আর সিনেমার গুরুত্বপূর্ণ অনুষঙ্গও। নদীকে কেন্দ্র করে শত বছর ধরে গল্প, উপন্যাস, কবিতা আর গান রচিত হয়েছে। একই সঙ্গে নদী উঠে এসেছে সিনেমার পর্দায়ও।

  • হালদা সিনেমার ডিজিটাল পোস্টার

  •  

    কর্ণফুলী: নদীর নামেই কবিতা আর শিল্প
    বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের গর্ব কর্ণফুলী নদী। কর্ণফুলীকে নিয়ে কাজী নজরুল ইসলাম লিখেছেন বিখ্যাত কবিতা কর্ণফুলী। এই কবিতায় নজরুল শুধু নদীর সৌন্দর্য নয়, নদীর গতির ভেতর এক ধরনের দ্রোহ ও বিদ্রোহও খুঁজে পেয়েছেন। তিনি লিখেছেন —
    “কর্ণফুলী! কর্ণফুলী! বহে যা নিরন্তর”
    এই পংক্তি নদীর উচ্ছলতা আর মানুষের জীবনযুদ্ধে এগিয়ে চলার ইঙ্গিত দেয়।

    নজরুল ও নদী

  • নজরুল শুধু কর্ণফুলী নয়, তাঁর বহু কবিতা-গানে নদীর উল্লেখ রয়েছে। বিদ্রোহী কবির কাছে নদী ছিলো গতিময়তা আর মুক্তির প্রতীক। তাঁর নদীর ধারা কবিতায়, নদীর প্রবাহকে তিনি বিদ্রোহী মানুষের মতোই চিত্রিত করেছেন।

    পদ্মা থেকে হাঙর নদী: কথাসাহিত্যের বড় উপাখ্যান
    বাংলা কথাসাহিত্যে নদী মানেই মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। ১৯৩৬ সালে লেখা এই উপন্যাসে পদ্মা নদীই মানুষের সুখ-দুঃখ আর জীবিকার কেন্দ্র।
    আর একেবারে ভিন্ন প্রেক্ষাপটে সৈয়দ শামসুল হকের উপন্যাস হাঙর নদী গ্রেনেড (১৯৭৬)। এখানে নদী শুধু প্রাকৃতিক বাস্তবতা নয় — এটি মুক্তিযুদ্ধের প্রতিরোধ, রক্ত আর আত্মত্যাগের এক জীবন্ত প্রতীক। হাঙর নদী চর্যাকার শত্রুর বিরুদ্ধে যুদ্ধের গোপন পথ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথাসাহিত্যে নদীকে নিয়ে লেখা এ বই এখনো কালজয়ী।

  • হালদা সিনেমার পোস্টার

    হালদা: নদী নিয়ে সিনেমা
    নদী নিয়ে সিনেমার কথায় সবচেয়ে আলোচিত নাম হালদা (২০১৭)। পরিচালক তৌকীর আহমেদ হালদা নদীর জেলে পাড়ার গল্পকে বড় পর্দায় নিয়ে এসেছেন। হালদা নদী দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মা মাছ প্রজনন ক্ষেত্র। নদী দূষণ, নদী দখল আর প্রভাবশালীদের দাপটের ভেতর দিয়ে এক নদী-নির্ভর সমাজের টিকে থাকার লড়াই এই সিনেমার মূল বিষয়। এই সিনেমার একটি বিশেষ দিক হলো, পরিচালক তৌকির ও অভিনেতা জাহিদ দুইজনই যমুনা নদীর পাড়ের জেলা সিরাজগঞ্জের মানুষ।
    নদীর গান ও লোকজ সংস্কৃতি
    বাংলা ভাটিয়ালি, জারি-সারি, মুর্শিদি — সবখানেই নদী। ভাটিয়ালি গান তো মূলত নদীর গান। মাঝির সুর, ঢেউয়ের শব্দ আর জীবনসংগ্রামের গল্প একাকার হয়ে যায় গানে।

  • নদী এখনো সাহিত্যের বিষয়
  • পদ্মা, কর্ণফুলী, হালদা বা হাঙর নদী — সবই প্রমাণ করে, নদী শুধু প্রাকৃতিক স্রোত নয় — এটি মানুষ, সমাজ আর রাজনীতির অংশ। আজও নদী নিয়ে প্রতিবেদন, কবিতা, উপন্যাস আর সিনেমা তৈরি হচ্ছে। নদীর দূষণ, ভাঙন আর দখল — এ সবই এখনকার লেখার নতুন থিম। তবে দেশের অন্যান্য নদীকেন্দ্রীক সাহিত্য বিচারে হালদা পিছিয়েই বলতে হয়। এই নদী কেন্দ্রীক হালদা সিনেমা ছাড়া তেমন কোন কবিতা, গল্প, উপন্যাস এমনকি পুঁথির দেখাও মিলে না। অথচ এই নদী কেন্দ্র করে কিন্তু বাড়ীঘোনা ট্রাজেডির মত ঘটনা আছে। যেখানে নদীর বাঁক কাটা নিয়ে প্রশাসনের সাথে বাড়ীঘোনার মানুষের দ্বন্দ্বে ১০ জন লোক শহীদ হয়েছিলেন। এমনকি বাঁক কেটে নতুন করে খননকৃত খালকে এখনো লোকজন ‘ শহীদ খাল’ হিসেবেই চিনে। শহীদ খালের অবস্থান উত্তর মাদার্শার রামদাশ হাটস্থ হালদার অস্থায়ী নৌ-ক্যাম্পের ঠিক পাশেই। কোন ডকুমেন্টারি, ফিচার, গল্প এমনকি পত্রিকায়ও এই ঘটনার খুব একটা জিকির পাওয়া যায় না। তবে রাউজান উপজেলা মৎস কর্মকর্তা আলমগীর হোসেন নিজ জায়গা থেকে এই নদী নিয়ে পুঁথিসাহিত্য লেখার চেষ্টায় আছেন। মঞ্জুরুল কিবরিয়া গবেষক মানুষ ; তাই কবিতা বা সাহিত্য হয়তো তার ফিল্ড নয় ; কিন্তু তাঁর গবেষণা নিয়ে হতে পারে ডকুমেন্টারি বা ভিজ্যুয়াল ব্লগ। নদী সংশ্লিষ্টরাই এসব উদ্যোগ নিতে পারেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট