নৌ পুলিশ হেড কোয়ার্টার, ঢাকার পুলিশ সুপার (এডমিন ও ফাইন্যান্স) জনাব মাসুমা আক্তার গত ১১ ই জুলাই হালদা নদী পরিদর্শন করেছেন। তিনি নদীর পরিবেশ এবং মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
মাসুমা আক্তার হালদা নদীর পরিবেশগত অবস্থা এবং মৎস্য প্রজনন কার্যক্রমের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি হালদা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করেন এবং সেখানকার স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের সাথে কথা বলেন।
[caption id="attachment_1694" align="aligncenter" width="300"] তীর পরিদর্শন[/caption]
সম্প্রতি হালদা নদীতে অভিযান জোরদারকরণের অংশ হিসেবে নদীর দুই পাড়ে চারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এছাড়াও হালদা নদীর চলমান প্রকল্পের অধীনে আরও কয়েকটি সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়েও আলাপ আলোচনা হয়। এ সময় মাসুমা আক্তার উত্তর মাদার্শা রামদাশ হাটস্থ হালদা অস্থায়ী নৌ-ক্যাম্পও পরিদর্শন করেন এবং এই নৌ-ক্যাম্পের বিভিন্ন অভিযানের সফলতার বিষয় নিয়েও কথা বলেন। হালদা নৌ-ফাঁড়ির জনবল সংকটের বিষয় নিয়েও তিনি আলোকপাত করেন এবং জনবল ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আশ্বাস দেন।
[caption id="attachment_1695" align="alignleft" width="300"] তীর পরিদর্শন কালে মাসুমা আক্তার[/caption]
নৌ পুলিশ সুপার হালদা নদীর পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি হালদা নদীকে দূষণমুক্ত রাখতে এবং মৎস্য প্রজনন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলের প্রতি আহ্বান জানান। স্থানীয় মৎসজীবীরা এসময় জনাব মাসুমা আক্তারের নিকট হালদা নদীর দূষণ কার্যক্রম রোধে আরও বেশী সংখ্যক অভিযান ও প্রশাসনিক অ্যাকশনের বিষয়টি তুলে ধরেন। হালদা নৌ-ফাঁড়ির সকল কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ পুলিশের অতিরিক্ত সুপার মহোদয় বিজয়া সেনও উপস্থিত ছিলেন।